মৌডুবী থেকে নদী পথে চরতুফানিয়া যেতে মাত্র ত্রিশ মিনিট সময় লাগে। শীত মৌসুমে সমুদ্র শান্ত থাকে এবং গ্রীষ্ম-বর্ষা মৌসুমে সমুদ্র উত্তাল থাকে, তখন চলাচল ঝুঁকিপূর্ণ।
আকাশেরনীল আর সমুদ্রের নীল সেখানে মিলেমিশে একাকার, তীরে বাঁধা নৌকা, নান্দনিক ঝাউ বৃক্ষের সারি, অতিথি পাখি আর ঢেউয়ের ছন্দে মৃদু পবনের কোমল স্পর্শ এটিমৌডুবীর চরতুফানিয়া দ্বীপের সৌন্দর্য বর্ণনার ক্ষুদ্র প্রয়াস।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস