Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে মৌডুবী

সাগর কন্যা খ্যাত পটুয়াখালী জেলার সর্বদক্ষীনে বঙ্গোপ সাগরের কোল ঘেষে মৌডুবী ইউনিয়নটি অবস্থিত। রাঙ্গাবালী উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো মৌডুবী ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ মৌডুবী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।


ইউনিয়নের নাম 

০৬নং মৌডুবী ইউনিয়ন পরিষদ।

স্থাপন কাল

২০১৯ খ্রিঃ

উপজেলা

রাঙ্গাবলী

জেলা

পটুয়াখালী

আয়তন

৪২.৪০ (বর্গ কিঃ মিঃ)

ইউনিয়নের সীমানা

উত্তরে বড়বাইশদিয়া ইউনিয়ন, দক্ষিনে বঙ্গোপসাগর, পূর্বে দারছিড়া নদী, পশ্চিমেঃ রাবনাবাদ নদী।

লোকসংখ্যা

২০০৩৯ জন প্রায় ( গেজেট অনুযায়ী)

গ্রামের সংখ্যা

৩৬ টি।

গ্রাম সমূহের নাম-

উঃকাজিকান্দা,কাচিয়াবুনিয়া, দঃ কাজিকান্দা, জামাল মাঝি, মনিপাড়া, মাঝিরহাওলা, হাওলাদার কান্দা, মোল্লা কান্দা, আশাবাড়িয়া, মাদবরকান্দা, ১১নং, চর আশাবাড়িয়া, নিচকাটা, চাইরবাড়ি, মৃধাকান্দা, হাফেজকান্দা, মীরকান্দা, খাসমহল, খাসমহল পূর্ব ধুম,খাসমহল পশ্চিম ধুম, মুখরবান্দা, ভূইয়াকান্দা, বাইলাবুনিয়া, মাঝেরদেওর, চদ্রিমাঝি, ইব্রাহীমপুর, চরহেয়ার, চর তুফানিয়া, চর গনি, চর জাংগালিয়া।(গেজেট অনুযায়ী)

মৌজার সংখ্যা

১০টি।

হাট/বাজার সংখ্যা

০২টি।

ঐতিহাসিক/পর্যটন স্থান

০২টি।

উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম

সড়ক ও নৌ পথ ।

সরকারি মাধ্যমিকবিদ্যালয়

০১টি ।

সরকারী প্রাথমিক বিদ্যালয়-

০৬টি।

মাদ্রাসা

০১টি।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা

০৩টি।