শিরোনাম
জাহাজমারা সমূদ্র সৈকত মৌডুবী
কিভাবে যাওয়া যায়
মৌডুবী ইউনিয়ন থেকে মাত্র ০২ কি.মি. দক্ষিনে বঙ্গোপসাগরের পাদদেশে ট্রলার অথবা মটর সাইকেল যোগে পৌছানো সম্ভাব।
বিস্তারিত
বাংলাদেশের সর্বদক্ষিণে সমুদ্রের বুকে জেগে থাকা দ্বীপ জাহাজমারা। প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে জেগে আছে নয়নাভিরাম এ দ্বীপ। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এ দ্বীপের অবস্থান। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এটির দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। মৌডুবি বাজারের কাছে বেড়িবাঁধের বাইরে বঙ্গোপসাগরের মোহনায় প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে জেগে আছে দেশেরনসম্ভাবনাময় স্থান জাহাজমারা। সমুদ্রতীরে দীর্ঘ সৈকতের পাশে রয়েছে বন বিভাগের ঘন বনাঞ্চল। সমুদ্রের ঢেউ আর সবুজ প্রকৃতি এ এলাকার পরিবেশকে করে তুলেছে মোহনীয়। পর্যটন মৌসুম এলেই কিছু ট্রলার পর্যটকদের নিয়ে জাহাজমারায় যাতায়াত করে। কুয়াকাটা থেকে কিংবা রাঙ্গাবালী থেকে এসব স্থানে ট্রলার ও মটর সাইকেল যাতায়াতের সুযোগ রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে নানা প্রতিকূলতা ডিঙিয়ে পর্যটকেরা এসব স্থানে আসেন কিছুটা প্রশান্তির খোঁজে।